ঢাকা | বঙ্গাব্দ

চান্দিনায় শিক্ষার আলো পরিবারের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
আবু সাঈদ, চান্দিনাঃ কুমিল্লার চান্দিনায় শিক্ষার আলো পরিবার নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার আলো পরিবারের সদস্য মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী ফরহাদুল আলম। 
এসময় আরো বক্তব্য রাখেন শিক্ষার আলো পরিবারের সদস্য নাজমুল হাসান, সফিউল্লাহ। 

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা জুয়েল, জিয়াউর রহমান, ইমন, আনিস প্রমুখ। 
অনুষ্ঠানে ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে সংগঠন টি।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স