ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2024 ইং
ছবির ক্যাপশন:
ad728

আইয়ুব মোল্লা কক্সবাজার প্রতিনিধি :- বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি''র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী কক্সবাজারের কৃতি সন্তান সালাহউদ্দিন আহমদের সাথে কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর নেতৃত্বে একটি দল সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে জামায়াতের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ পনের বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দেশের সকল ক্ষেত্রে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছিল। ছাত্র- জনতার সাহসী ও সময়োপযোগী ভূমিকার কারণে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এখন দেশের মানুষের আশা- আকাঙ্ক্ষার আলোকে দেশ গঠনে  ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়োজিত হতে হবে। দেশের স্বাধীনতা -সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সকল পক্ষকে রাজনৈতিক মতাদর্শের উপরে উঠে দেশের কল্যাণে কাজ করতে হবে। প্রতিনিধি দলে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন 


জেলা সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা আমীর মাস্টার আবুল কালাম, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা সৈয়দ করিম, পৌরসভা সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন, পেকুয়া সেক্রেটারি মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সেক্রেটারি হোসনি মোবারক, খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম, বরইতলি ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান, হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, সাবেক ছাত্রনেতা দিদারুল ইসলাম, জামায়াত নেতা ডাক্তার নুরুল কবির প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স