ঢাকা | বঙ্গাব্দ

আ.লীগের নেতাদের লুটের টাকা ফেরত দিলে দুই বছরের বাজেট হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 8, 2022 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, বাংলাদেশে আজ খাদ্য এবং রিজার্ভ সংকট দেখা দিয়েছে। রিজার্ভের অভাবে ব্যাংকগুলো আমদানির জন্য এলসি খুলতে পারছে না। আওয়ামী লীগের নেতারা যে পরিমাণ টাকা চুরি করেছে তা ফেরত দিলে বাংলাদেশের কমপক্ষে দুই বছরের বাজেট করা যাবে।


আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার ও লালবাগ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ কর্মিসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আবদুস সালাম সরকার কর্তৃক জনগণকে কম খাওয়ার পরামর্শের কঠোর সমালোচনা করে বলেন, নিজেরা চুরি করে দেশে-বিদেশে আরাম-আয়েশে থাকবেন আর জনগণকে কম খাওয়ার উপদেশ দিবেন তা হবে না।





তিনি সাম্প্রতিক সময়ে বিএনপির সমাবেশেকে লক্ষ্য করে সরকারের অঘোষিত হরতালের নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা যেখানে বিএনপির সমাবেশ সেখানে পরিবহন ধর্মঘটের ডাক দেয়।


আবদুস সালাম বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে, আর তার এক মাস আগেই সরকার ভয় পেয়ে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তিনি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ, আবদুস সাত্তার, পল্টন থানা বিএনপির লোকমান, মতিঝিলের ইসমাইল, আবুল, সবুজবাগের গংগা, পাভেলসহ বিভিন্ন নেতাকর্মীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, গ্রেপ্তার, হামলা-মামলা করে কখনো জনতার আন্দোলন বানচাল করা যায় না।


আবদুস সালাম সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা বলেন আপনাদের অধীনে নির্বাচন করতে, কিন্তু তা কি সম্ভব? আপনারা তো বিরোধী দলকে মিছিল সমাবেশই ঠিক মতো করতে দেন না। নির্বাচন তো অনেক পরের বিষয়।



কর্মিসভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, আমাদের কোনো রকম দ্বিধা-দ্বন্দ্ব নেই, আমরা কংক্রিটের মতো অটল, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ সফল করবই।


কর্মিসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, নগর বিএনপি নেতা মীর আশরাফ আলী আজম, আনোয়ার পারভেজ বাদল, হাজি শহীদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শফিউদ্দিন সেন্টু, শ্রমিক দল ঢাকা মহানগরের আহ্বায়ক সুমন ভুঁইয়া, ছাত্রদলের মহানগর সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, যুবদলের সেলিম উদ্দীনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড নেতারা।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স