প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 21, 2025 ইং
বুড়িচংয়ে অনিয়ম এর মাধ্যমে বিএনপি'র ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ

বুড়িচংয়ে অনিয়ম এর মাধ্যমে বিএনপি'র ওয়ার্ড কমিটি গঠনের অভিযোগ
কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির নির্দেশনা না মেনে অনিয়মের মাধ্যমে ভারেল্লা উত্তর ইউনিয়নের ছয়টি ওয়ার্ডে বিএনপি'র কমিটি করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপি ইউনিয়ন ভিত্তিক সমন্বয়ক টিম গঠন করে দেয়।
ওই সমন্বয়ক টিম ওয়ার্ড ভিত্তিক আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে যাচ্ছে।
সে অনুযায়ী ভারেল্লা উত্তর ইউনিয়নের ৯ ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে সমন্বয়ক টিমের প্রধান অধ্যাপক কামরুল হাসান নাসিম, এডভোকেট এরশাদুল হক, মোঃ জহিরুল ইসলাম ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন।
ওই আলোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান উপস্থিত হলেও কোন সিদ্ধান্ত না দিয়ে চলে যায়। পরবর্তীতে সমন্বয়ক টিম ওয়ার্ড কমিটি ঘটন না করতে নির্দেশনা দেন। কিন্তু ইউনিয়ন বিএনপি'র সভাপতি মজিবুর রহমান নির্দেশনা অমান্য করেন সোমবার ইউনিয়নের ১, ৫, ৬, ৭, ৮ ,৯ ওয়ার্ডের কমিটি ঘটন করে ফেলেন।
এ বিষয়ে সমন্বয়ক টিমের প্রধান অধ্যাপক কামরুল হাসান নাসিম বলেন, উপজেলা বিএনপি'র নির্দেশনা অনুযায়ী ভারেল্লা উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠন করার জন্য ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা করা হয়। ওই আলোচনা কোন সিদ্ধান্ত না আসায় ওয়ার্ড কমিটি ঘটন না করার জন্য বলা হয়। মজিবুর রহমান নির্দেশনা অমান্য করে কমিটি করে ফেলেছে। এ বিষয়ে আমরা উপজেলা বিএনপি'র দায়িত্বশীল নেতৃবৃন্দ সাথে কথা বলব।
সমন্বয় কমিটির আরেক সদস্য এরশাদুল হক ভুইয়া জানান, ওই আলোচনায় মজিবুর রহমান উপস্থিত হয়, পরবর্তীতে নামাজের কথা বলে তিনি চলে যান। নামাজ শেষে তিনি আর আলোচনায় অংশগ্রহণ করেননি।
এ বিষয়ে বুড়িচং উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ কবির হোসেন জানান, একদিনে ছয়টি কমিটি ঘটন করা নিয়ম বহির্ভূত। সমন্বয়ক টিমের নির্দেশনা অমান্য করে এরকম কিছু হয়ে থাকলে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আকাশ টিভি২৪.কম