বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
ব্যাংকক সফর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক ও দুঃখ প্রকাশ করে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক একজন গুনী শিক্ষাবিদ ছিলেন। বাংলাদেশের শিক্ষা ও রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। আমাদের মুরাদনগরের এ গুনীজনের মৃত্যুতে আমরা মুরাদনগরবাসীসহ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই।
মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এ গুনী মানুষকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং মরহুমার আত্নার মাগফিরাত কামনায় দেশবাসীকে দোয়ার আহবান জানাই।