শিরোনাম
- হোম
- কৃষকের ছেলের তৈরি বিমান উড়লো আকাশে
আপডেটঃ Sun, Mar 9, 2025 8:44 AM
কৃষকের ছেলের তৈরি বিমান উড়লো আকাশে

মানিকগঞ্জের শিবালয়ে জুলহাস রহমান নামে এক ব্যক্তি নিজেই আলট্রা লাইট বিমান তৈরি করে উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। জেলা প্রশাসকের উপস্থিতিতে মঙ্গলবার (৪ মার্চ) সকালে উপজেলার জাফরগঞ্জ যমুনার পাড়ে এ উড্ডয়ন দেখতে উৎসুক জনতার ঢল নামে। তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লা ছেলে জুলহাস রহমান (২৮)।
জানা যায়, পরিবারের ছয় ভাই-বোনের মধ্যে জুলসাহ পঞ্চম। সংসারে অর্থাভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমানে তিনি ঢাকায় ইলেকট্টিক মিস্ত্রির কাজের পাশাপাশি তিনি চার বছরের চেষ্টায় নিজেই অলট্রা লাইট বিমান তৈরি করেন এই যুবক। যা দেখতে যমুনার পাড়ে হাজারো দর্শনার্থীর জড়ো হয়।
তার সঙ্গে কথা বলে জানা গেছে, পেশায় তিনি একজন ইলেক্ট্রিশিয়ান। ফায়ার এলার্মের চাকরির পাশাপাশি চার বছর ধরে তিনি বিমান তৈরি করে আকাশে উড়ানোর চেষ্টা করছেন তিনি। শখের বসে প্রায় ৩ বছর পূর্বে একটি খেলনা বিমান তৈরি করে আকাশে উড়িয়ে ছিলেন তিনি। সেই থেকেই শখ পূরণও করে দেখালেন তিনি। কিন্তু তিনি কোনো প্রশিক্ষণ ছাড়াই আকাশে উড়িয়েছেন বিমানটি। বিমানটি তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করেছেন জুলহাস।
তবে, তার গত চার বছরে এই কাজের পেছনে প্রায় ৮/১০ লাখ টাকা খরচ করেছেন তিনি। ইতিমধ্যে তিনি জেলা প্রশাসকের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন।
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেন দেশ রূপান্তরকে জানান, জুলসাহ এলাকার কৃতি সন্তান। তার কাজ প্রশংশনীয়। স্বল্পশিক্ষিত একজন ছেলে টেকনিক্যালি কোনো প্রশিক্ষণ নেই। কখনো না উঠেও নিজেই প্লেন তৈরি করল। কর্তৃপক্ষ যদি জুলহাসকে সহযোগিতা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করে তাহলে দেশীয় প্রযুক্তিতে এমন প্লেন তৈরি করে দেশ ও জাতিকে সম্মানের সঙ্গে আরও এগিয়ে নিয়ে যাবে আমার বিশ্বাস।
উদ্ভাবনী এই কাজের প্রশংসা করে মানিকগঞ্জ জেলা প্রশাসক ডা. মনোয়ার হোসেন মোল্লা জানান, এমন উদ্ভাবনী কার্যক্রম তিনি অভিভূত। বিষয়টি ভাষায় প্রকাশ করা মতো না। বিমানটি অবতরণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে জানতে পারি মানিকগঞ্জের প্রত্যন্ত এলাকার এক ছেলের তৈরি এ বিমান। আজ তার এলাকায় এসে তাকে প্রণোদনা এবং সরকারি সহায়তার দেওয়া যায় কিনা সে বিষয়ে চেষ্টা। এই প্রযুক্তি বিকাশে প্রশাসন তার পাশে থাকবে।

চুল ও দাড়ি কে'টে ভারতে পালালেন কুমিল্লার স্যাডো বাহার
এমপি বাহার ও তার মেয়ে সূচির গন.. বিস্তারিত

কুমিল্লায় বিনা খরচে বাইক চালানোর প্রশিক্ষণ পেল শতাধিক তরুণ-তরুণী
শরীফ খানঃ কুমিল্লা নগরীতে রানা.. বিস্তারিত

দাউদকান্দির দশপাড়ায় খন্দকার মোশতাকের ভাতিজা ও নাতনির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
খন্দকার মোস্তাকের দুই বংশধর খন.. বিস্তারিত

জাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি, সাংবাদিকসহ আহত শতাধিক
এএসপি আব্দুল্লাহিল কাফি মাইকে.. বিস্তারিত

শিক্ষার্থী হত্যা মামলার আসামীকে চাকরি দিচ্ছে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি.. বিস্তারিত

ফ্যাসিবাদ তাড়িয়েছি, কোনো মুসিবত ডেকে আনার জন্য নয়- হাসনাত আবদুল্লাহ
আরো বলেন, আমরা যে গণতান্ত্রিক.. বিস্তারিত

হাসিনার হাসি কেড়ে নিল জাতিসংঘ
এমন পরিস্থিতিতে, হাসিনার দেশে.. বিস্তারিত

৯০ লাখ টাকা কোথা থেকে আসে, জানাল শিবির
তিনি বলেছেন, আমাদের কর্মীরা তা.. বিস্তারিত

কৃষকের ছেলের তৈরি বিমান উড়লো আকাশে
জানা যায়, পরিবারের ছয় ভাই-বোনে.. বিস্তারিত

৯১ দিনে পবিত্র কুরআন মুখস্থ করলেন কুমিল্লা চান্দিনার ৬ বছরের শিশু আব্দুর রহমান
৯১ দিনে পবিত্র কুরআন মুখস্থ কর.. বিস্তারিত