শিরোনাম

প্রকাশঃ Fri, Feb 28, 2025 8:12 PM
আপডেটঃ Sun, Mar 9, 2025 8:44 AM


মায়ের শাড়ি পরে বিয়ে করেছেন মেহজাবীন, প্রকাশ করলেন সেই ছবি

মায়ের শাড়ি পরে বিয়ে করেছেন মেহজাবীন, প্রকাশ করলেন সেই ছবি

১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজিব। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়।



এ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আকদের ছবি সামনে আনেননি মেহজাবীন। আজ শুক্রবার ভক্তদের সঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সেদিনের মুহূর্ত। সঙ্গে জানিয়েছেন, মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন তিনি।



নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের আক্দ হয় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে; আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম।



www.a2sys.co

আরো পড়ুন