শিরোনাম

প্রকাশঃ Tue, Aug 30, 2022 5:53 PM
আপডেটঃ Tue, Jan 14, 2025 2:43 PM


প্রকাশিত হয়েছে ২০২২ সালের দক্ষিণ কোরিয়া'র নতুন সার্কুলার

প্রকাশিত হয়েছে ২০২২ সালের দক্ষিণ কোরিয়া'র নতুন সার্কুলার

২০২২ সালের দক্ষিণ কোরিয়া'র নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। যারা সরাসরি সরকারি ভাবে প্রসেসিং করে কোন দালাল/এজেন্সি ছাড়াই দক্ষিণ কোরিয়া যেতে আগ্রহী তাদের জন্যই এ বিজ্ঞপ্তি



 দক্ষিণ কোরিয়া EPS এর মাধ্যমে বাংলাদেশ সহ মোট ১৬ টি দেশ থেকে কর্মী নিয়োগ করে থাকেন। ২০০৭ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মাঝে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তার'ই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বোয়েসেল নূন্যতম অভিবাসন ব্যয়ে  দক্ষিণ কোরিয়ায় ২০০৮ সাল থেকে নিয়মিত কর্মী প্রেরণ করে আসছেন। এটি একটি চলমান ও স্বচ্ছ প্রক্রিয়া, যার কারণে ইতিপূর্বে হাজারো যুবক তার মনের মধ্যে লালিত স্বপ্ন ও পরিবারের দায়িত্ব নিতে পেরেছে কোন প্রকার প্রতারণা ছাড়াই। নিজের যোগ্যতার প্রমাণ দিয়েই শুধু মাত্র দক্ষিণ কোরিয়ায় যাওয়া যায়। 


 কেন যাবেন দক্ষিণ কোরিয়া? 


➡️ বেতনঃ দক্ষিণ কোরিয়ায় একজন অদক্ষ শ্রমিক হওয়া শর্তেও  প্রবেশের প্রথম মাস থেকেই ১.৫ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা আয় করা যায়। 

➡️ ভিসা ক্যাটাগরি পরিবর্তন করে স্থায়ী ভাবে বসবাস করার সুযোগ রয়েছে। 

➡️আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী দৈনিক ০৮ ঘন্টা ডিউটি কিন্তু চাইলে ওভারটাইম ও করা যায় সেক্ষেত্রে বেতন আরও অনেক বেশী পাওয়ার সুযোগ রয়েছে।

➡️ সাপ্তাহিক ছুটি ০২ দিন (শনিবার ও রবিবার),  কাজ করলে বেসিক বেতনের ৫০% অতিরিক্ত  বেতন পাওয়া যায়।

➡️ সরাসরি সরকারি ভাবে স্বল্প ব্যয়ে দক্ষিণ কোরিয়া যাওয়া যায়, কোন ধরনের দালাল বা এজেন্সির সাহায্য প্রয়োজন হয়না!


সত্যতা যাচাই করুনঃ  www.boesl.gov.bbd




 দক্ষিণ কোরিয়া যেতে আবেদনের যোগ্যতাঃ


➡️ সর্বনিম্ন  SSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

➡️ বয়স ১৮-৩৯ বছর

➡️ পাসপোর্টের মেয়াদ নুন্যতম ২৮-০৮-২০২২ তারিখ পর্যন্ত থাকতে হবে।


 শর্তাবলীঃ

➡️ সর্বোচ্চ বয়সসীমা ৩৯ এর মধ্যে থাকতে হবে।

➡️ কোরিয়াতে অবৈধভাবে বসবাস করে না থাকলে।

➡️ কোরিয়ার এয়ারপোর্ট থেকে ফেরত না পাঠিয়ে থাকলে।

➡️ সরকার কর্তৃক বাংলাদেশের নাগরিকত্ব সনদ থাকতে হবে।


অবশ্যই কোরিয়ান ভাষায় পারদর্শী হতে হবে যারা ভাষা শিক্ষা  পরীক্ষায় প্রথম ধাপে অংশগ্রহণ করতে চায় লটারি ছাড়া আরেকটা পদ্ধতি হবে লটারি সিস্টেম একই সময়।। ২০২২ রেজিস্ট্রেশন টা হবে  দুই পদ্ধতিতে  একটা হল লটারি ছাড়া, আরেকটা পদ্ধতি  হল লটারির মাধ্যমে। 

 

২০২২ সালের সার্কুলারে নতুনদের জন্য আবেদনঃ


➡️ প্রতি বছরের ন্যায় এই বছর ও সরকারি ভাবে সার্কুলার হয়েছে। যারা এসএসসি উত্তীর্ণ ও মেয়াদযুক্ত পাসপোর্ট রেডি রয়েছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আগামী ২৮,২৯ ও ৩০ ও ৩১ আগস্ট-২০২২ইং পর্যন্ত আবেদন করা যাবে।


এবার লটারিতে উত্তির্ন হয়ে পরীক্ষা দেবার সুযোগ পাবে ১৫,০০০ জন। 

কোরিয়ান ভাষা জানা লোক'রা পরীক্ষা দেবার সুযোগ পাবে ৯,০০০ জন। সর্বমোট ২৪,০০০ জন৷ 


সার্কুলারে আবেদন করার পর কোরিয়া থেকে লটারি'র মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক প্রার্থীদের কোরিয়ান ভাষা পরিক্ষা দেবার সুযোগ দিবেন। পরীক্ষায় সফলভাবে কৃতকার্য হবার একটা নির্দিষ্ট সময় পর কোরিয়া যাবার সুযোগ আসবে।


পরীক্ষার পদ্ধতিঃ

১. রিডিং + লিসেনিং ২০+২০ টা প্রশ্ন আসবে।

২. প্রশ্নের ধরনঃ UBT (Ubiquitous Based Test)  (MCQ) পদ্ধতি। 

৩. পূর্ণমান = ১০০+ ১০০ = ২০০

৪. পরীক্ষার পূর্ণমান ২০০।


 যারা উক্ত ২০২২ সালের সার্কুলারে EPS সিস্টেমে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক ও উপরের লেখাটি পড়ে সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং পাসপোর্ট রেডি আছে শুধুমাত্র এমন সিরিয়াস প্রার্থীগণ নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার ডকুমেন্টস পাঠিয়ে আবেদন ফি দিয়ে আবেদন করতে পারবেন।


আমাদের অফিসে যা যা পাঠাতে হবেঃ-


১. পাসপোর্টের রঙিন স্ক্যান কপি

২. এনআইডি কার্ডের কপি

৩. আবেদন ফি


আমরা সঠিকভাবে আবেদন করে দিয়ে আপনাদের আবেদন কপি পাঠিয়ে দিবো৷ 


Ideal Language & IT Institute  


ঢাকা শাখাঃ

বি,টি,আই. সেন্ট্রাল প্লাজা ৩য় তলা ২০৯ রুম , ৯৫ গ্রীন রোড, ফার্মগেট।

মোবাঃ 01636 888 555, (WhatsApp) 01636888666, 01636888777

( একটি নাম্বারে ব্যস্ত থাকলে, অন্য নাম্বারে চেষ্টা করুন)


কুমিল্লা শাখাঃ আনাস হাউস, হোল্ডিং 0458,রেইসকোর্স, কমিল্লা ( আই এফ আই সি ব্যাংক এর পাশে) মেইন গেইট গলি।

যোগাযোগঃ

  01636 888 777,01636888666,01636888555


চান্দিনা শাখাঃ চান্দিনা সরকারি পাইলট স্কুলের বিপরীত সংলগ্ন। সরকার ভিলা  01636 888 777,01636 888 666


কেউ যদি রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক থাকেন নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং বিকাশ নাম্বার দেওয়া আছে। বিকাশ নাম্বারে আপনার টাকা পাঠাতে পারেন রেজিস্ট্রেশন করার জন্য। 

প্রবাসী মন্ত্রণালয় কর্তৃক ফী নির্ধারণ করা হয়েছে  ৫০০ টাকা। ৫০০  বিকাশ চার্জ সহ 500 টাকা বেশি হয়ে যায়। 

আমাদের রেজিস্ট্রেশন  করার জন্য 300 টাকা নিচ্ছি। ৫০০+৩০০= ৮০০ টাকা


যদি আপনি রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক হোন তাহলে আপনার পাসপোর্ট এর স্ক্যান কপি পাসপোর্ট সাইজের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। ০১৬৩৬৮৮৮৫৫৫ । এগুলা রেজিস্ট্রেশন ক্ষেত্রে কাজে লাগবে। 

পাসপোর্ট এবং ছবির উপর কাজ করাতে হবে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন । চশমা এবং টুপি ছাড়া দিতে হবে ফটো।  500 টাকা বোয়েসেল বাবদ পাঠাতে হবে। 


সাবধানতাঃ যেহেতু,আপনার কোরিয়া যাওয়ার

 ব্যাপারটা দেখছে বাংলাদেশ সরকার আর কোরিয়ান সরকার, সুতরাং মাঝখানে দালাল বা এজেন্ট থেকে কোন প্রকার টাকা দিয়ে প্রতারিত হবেন না। 



বিঃদ্রঃ আমরা কাউকে বিদেশ পাঠাইনা, ভাষা শিক্ষা থেকে শুরু করে, সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি।


আকাশ টিভি 



www.a2sys.co

আরো পড়ুন