শিরোনাম

প্রকাশঃ Tue, Feb 11, 2025 11:41 PM
আপডেটঃ Sun, Mar 9, 2025 8:44 AM


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনার নেতৃত্বে যারা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চান্দিনার নেতৃত্বে  যারা

কুমিল্লায় চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পৌর ও উপজেলা কমিটি ঘোষনা করা হয়েছে,এতে আবুল কাশেম অভিকে উপজেলা আহ্বায়ক ও আবু হানিফকে উপজেলা সদস্য সচিব,মোঃরাব্বিকে পৌর আহ্বায়ক ও ইশতিয়াক আহম্মেদ ইফতিকে পৌর সদস্য সচিব করে কুমিল্লার চান্দিনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করা হয়েছে।


সোমবার (১০ফেব্রুয়ারি) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেইজে কুমিল্লা জেলা কমিটির আহ্বায়ক মো. সাকিব হোসাইন ও সদস্য সচিব জিয়া উদ্দিন মোহাম্মদ রোবেল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।


উপজেলা কমিটিতে সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন সরকার,যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ফয়সাল আহম্মেদ,যুগ্ন সদস্য সচিব রহমত উল্লাহ শাওন, মুখ্য সংগঠক মেহেদি হাসান সিয়াম,সিনিয়র সংগঠক মো. মাহাবুব শাকিল ফয়সাল, সংগঠক মাসুম বিল্লাহ,মূখপাত্র মেহেদী হাসান রিফাত,সহ মূখপাত্র সোহাগ হোসেন,সদস্য মেহেদী হাসান মারুফ এবং পৌর সিনিয়র যুগ্ন আহ্বায়ক মেহেদি হাসান বাপ্পী,যুগ্ন আহ্বায়ক আহম্মেদ আদনান,সিনিয়র সদস্য সচিব মো. সোহান উদ্দিন, যুগ্ন সদস্য সচিব ফারিয়া আহাম্মেদ সাবা,মূখ্য সংগঠক মাহমুদ হাসান তাসিন,সংগঠক জাহিদ হাসান,মূখপাত্র মোস্তফা মাহিস শাহরিয়ার তপ্ত,সহ মূখপাত্র নাঈম চৌধুরী,সদস্য এইচ এম ইয়ামিন হুসাইন আব্দুল্লাহ আল মামুন, লসহ ৬২২ জনের নাম ঘোষণা করা



www.a2sys.co

আরো পড়ুন