শিরোনাম

প্রকাশঃ Mon, Dec 30, 2024 6:54 PM
আপডেটঃ Wed, Feb 5, 2025 1:28 PM


জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ কুমিল্লা উত্তর জেলার সভাপতি নেয়ামুল সেক্রেটারী ইউসুফ

জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ কুমিল্লা উত্তর জেলার সভাপতি নেয়ামুল সেক্রেটারী ইউসুফ

আকাশ টিভি ডেস্কঃ সত্য প্রচারে জাগ্রত জাতীয়তাবাদ এই প্রতিপাদ্যকে ধারণ করে প্রতিষ্ঠিত জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ কুমিল্লা জেলার কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। গত ১৯ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির নাম প্রকাশ করা হয়।

এতে সভাপতি নেয়ামুল আনাম বিশ্বাস ও সাধারণ সম্পাদক করা হয়েছে  ইউসুফ খানকে। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন- মো. মাসুদ সালেহ উদ্দিন সরকার (সিনিয়র সহ-সভাপতি), ডা. আহসান হাবিব (সহ-সভাপতি), মো. কামাল উদ্দিন (সহ-সভাপতি, দফতরে চলতি দায়িত্বে), মো. নজরুল ইসলাম (মহ-সভাপতি, রাকিবুর রহমান (সহ-সভাপতি), অ্যাডভোকেট কামরুজ্জামান সরকার কামরুল (সহ-সভাপতি), আবদুল হাকিম (সহ-সভাপতি), আল আমিন ভূঁইয়া (সহ-সভাপতি), নূর মোহাম্মদ ডালিম (সহ-সভপাতি), মামুন অর রশিদ (সহ-সভাপতি), গাজী সাখাওয়াত হোসেন শামীম (সহ-সভাপতি)। মো. হোসেন আলী (সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. রাসেল মিয়া (সমাজকল্যাণ সম্পাদক), মো. হুমায়ূন কবির, মো. খাইরুল ইসলাম (যুগ্ম-সাধারণ সম্পাদক),  মো. হাসিব উদ্দিন (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. জাকির হোসেন কৌশিক (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. রাকিবুল ইসলাম (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. সাইফুল ইসলাম রিপন (যুগ্ম-সাধারণ সম্পাদক), এ কে এম শামীম (যুগ্ম-সাধারণ সম্পাদক), রাজিব ইমাম (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. মাইনুদ্দিন ইসান (যুগ্ম-সাধারণ সম্পাদক), মো. জসীম উদ্দিন (যুগ্ম-সাধারণ সম্পাদক), এ কে শামীম উসমান (সাংগঠনিক সম্পাদক), জালাল হোসেন হৃদয় (সহ-সাংগঠনিক সম্পাদক), গোলাম রাব্বানী হাসিব (কোষাধ্যক্ষ), মো. গাফফার মিয়াজী (সদস্য), আবদুল গাফফার (ক্রীড়া সম্পাদক), ফয়সাল আহমেদ হিমেল (আইন সম্পাদক), মো. শরীফ হাসান (প্রচার সম্পাদক), এম আই টিপু (ছাত্র বিষয়ক সম্পাদক), বশির আহমেদ (সমাজকল্যাণ সম্পাদক), ডা. মির্জা মোহাম্মদ শাহ আলম (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক)। আর সদস্য পদে স্থান পেয়েছেন- আলামিন প্রধান, মো. আলাউদ্দিন সরকার (আকাশ), মো. শামীম ওসমান, ফরহাদ সরকার, মো. আবু ইউসুফ, আল আমিন ভূঁইয়া অলি, মো. মফিজ উদ্দিন, মো. বাইজিদ, মো. আশরাফ সিদ্দিকী সুমন, মো. আবদুল্লাহ রাজিব ইমান, মোল্লা এন আই সজল, খান্দকার অনন্ত, কাজী রাসেল হোসেন, আশিকুল ইসলাম সিদ্দিকী, মো. সজীব সরকার, মাহবুবুর রহমান, মো. তারিকুল ইসলাম, মো. ইউনুস খান তারেক, মো. শফিকুল ইসলাম, মোহাম্মদ কাউছার, হাফিজ সরকার, মাইনুল ইসলাম, আরিফ হোসাইন, মো. জাহাঙ্গীর আলম, মো. কাউছার আহমেদ, আব্দুল কাদের জিলানী, মো. মারুফ খান মহসিন, মো. আতিকুর রহমান, মাসুম বিল্লাহ, মো. কামরুল হাসান, সাফিজুল ইসলাম, মো. শামসুর রহমান, মো. জাহাঙ্গীর আলম ও মো. ইকবাল হোসেন।



www.a2sys.co

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামি.. বিস্তারিত

আরো পড়ুন