শিরোনাম

প্রকাশঃ Fri, Oct 18, 2024 7:34 PM
আপডেটঃ Tue, Oct 22, 2024 2:11 PM


ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান সেনাবাহিনীর

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান সেনাবাহিনীর

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দেশের উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন, কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম। শুক্রবার দুপুরে কোটবাড়ি নবশালবন বৌদ্ধ বিহার ও শান্তি প্যাগোডা অনালয়ো এ আয়োজিত বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব ২৩তম দানোত্তম পবিত্র কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। এসময় তিনি আরও বলেন- ধর্ম মানুষের জন্য, ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়।যেখানে কোন আইন থাকে না, আইনপ্রয়োগকারী সংস্থা থাকেনা। সেখানে আমাদের ধর্মীয় অনুশাসন কাজ করে।

আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্ঠা শ্রীমং জিনসেন মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। মুখ্য আলোচক ছিলেন বৌদ্ধ বিহার মেরুল বাড্ডার উপাধক্ষ্য শ্রীমং সুনন্দপ্রিয় ভিক্ষু, আলোচক ছিলেন শ্রীমং প্রজ্ঞাশ্রী মহাথের, শ্রীমং প্রজ্ঞাজ্যোতি মহাথের।

চীবর উৎসর্গের সময় ভক্তদের সাধু, সাধু, ধ্বনিতে নব শালবন বিহারের সমগ্র আশেপাশে এলাকা মুখরিত হয়ে ওঠে। দিনব্যাপী অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, বিশ্বশান্তি প্যাগোডার অর্থ দান, হাজার প্রদীপ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বিভিন্নস্থান থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।



www.a2sys.co

আরো পড়ুন