শিরোনাম

প্রকাশঃ Sat, Sep 28, 2024 1:48 PM
আপডেটঃ Wed, Nov 20, 2024 8:51 PM


ছাত্রসংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হলেন আন্দোলনে আহত সাকিল

ছাত্রসংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হলেন আন্দোলনে আহত সাকিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের( জাবি)  ইতিহাস বিভাগের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ইতিহাস বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী শাকিল আলী। 


আগামী ২৯ শে সেপ্টেম্বর ( সোমবার)  এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ভিপি পদে প্রতিদ্বন্ডিতা করছেন শাকিল আলী ও গিয়াস উদ্দিন মুন্না।   সাধারন সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন তানভীর ইবনে মোবারক,রোকনুজ্জামান রিমন ও জাকিউল সাকিব খান প্রীতম। 


ছাত্রসংসদ নির্বাচন ও এর প্রত্যাশা নিয়ে শাকিল আলী  বলেন, ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল আমাদের এই ছাত্রসংসদ নির্বাচন। বিভাগে ছাত্রসংসদ না থাকার কারনে শিক্ষার্থীরা অনেক সময় বৈষম্যের শিকার হয় এবং তাদের ন্যয্য অধিকার পায় না।  আমরা চেষ্টা করবো ছাত্রদের অধিকার নিয়ে কাজ করার জন্য এবং তাদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো। এর  পাশাপাশি আমরা গরীব-মেধাবী শিক্ষার্থীদের বিভাগ থেকে মেধাবৃত্তি চালু করার চেষ্টা করবো। 


প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা ও কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন ও ক্যাম্পাসে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। 



www.a2sys.co

আরো পড়ুন