শিরোনাম

প্রকাশঃ Sat, Sep 21, 2024 3:50 PM
আপডেটঃ Thu, Nov 21, 2024 2:06 PM


জাবিতে ইয়ুথ ফর সোশ্যাল এইডের নতুন কমিটি ঘোষণা

জাবিতে ইয়ুথ ফর সোশ্যাল এইডের নতুন কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি.

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইয়ুথ ফর সোশ্যাল এইডের (ইফসা) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী মনিরুজ্জামান  এবং সাধারণ সম্পাদক ৫০ ব্যাচের (২০২০-২১ শিক্ষাবর্ষ) সাদমান হক।


২০২৪-২৫ সেশনের জন্য ঘোষিত এ কমিটিতে অন্যরা হলেন সহ-সভাপতি- মেরাজ খান, মুহিববুল্লাহ, সুরভী আখতার ও পপি হালদার। তারা সবাই ৪৯ ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। এছাড়া সহ-সাধারন সম্পাদক হয়েছেন মোবাশ্বির রিফাত (৫০ ব্যাচ) ও সাংগঠনিক সম্পাদক তাহিয়া তাহা (৫০ ব্যাচ)। 


কমিটিতে অন্যান্য পদে আছেন অর্থ সম্পাদক/ কোষাধ্যক্ষ মুজাহিদ (৫১ ব্যাচ), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সজিব আকাশ (৫০ ব্যাচ), ছাত্রউপবৃত্তি বিষয়ক সম্পাদক সাজেদুল কালাম (৫০ ব্যাচ), সহ-ছাত্রউপবৃত্তি বিষয়ক সম্পাদক তপু (৫০ ব্যাচ), শিক্ষা ও গবেষণা সম্পাদক রাকিব (৫১ ব্যাচ), সহ- শিক্ষা ও গবেষণা সম্পাদক খুশবু (৫১ ব্যাচ), দপ্তর সম্পাদক তাজুল (৫১ ব্যাচ), সহ-দপ্তর সম্পাদক আমিরুল (৫১ ব্যাচ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রণব (৫১ ব্যাচ), পরিকল্পনা বিষয়ক সম্পাদক নাসির (৫১ ব্যাচ), উপ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক- লিমা (৫১ ব্যাচ)


এছাড়া কার্যকরী সদস্য পদে আছেন ৫১ ব্যাচের আল ইমরান এবং ৫২ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহীম, ইমন, রোহান ও সাব্বির। 


উল্লেখ্য, মানবতার কল্যাণে কাজ করার উদ্দেশ্য নিয়ে ২০১৫ সালের ১২ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে গড়ে উঠে ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)। বছরের বিভিন্ন সময় সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও নানা সেবামূলক কাজ করে থাকে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। ইতোমধ্যে ব্যতিক্রমী উন্নয়নমূলক কর্মকান্ড দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রশংসা লাভ করেছে তারা।



www.a2sys.co

আরো পড়ুন