শিরোনাম

প্রকাশঃ Thu, Sep 19, 2024 7:18 PM
আপডেটঃ Sat, Dec 21, 2024 3:24 PM


দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময়

কুমিল্লার দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ইউছুফপুর ইউপি'র এগার গ্রামে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহিদ। আলোচনায় সনাতন ধর্মাবলম্বী মানুষজনের সমস্যা সমাধান ও জরুরী প্রয়োজনীয়তায় সহায়তার আশ্বাস দেন জামায়াত নেতৃবৃন্দ। এসময় জামায়াতের মানবিক কাজের প্রশংসা করেন হিন্দু নেতারা। 


প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ বলেন, ' দেবিদ্বারে সনাতন ধর্মাবলম্বী ভাইদের পাশে সব সময় আছি৷ দীর্ঘদিন যাবৎ আমরা তাদের মঙ্গলে আর্থিক ও সামাজিক নানা কাজ করেছি'। 


দেবিদ্বার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নারায়ণ ব্রহ্ম বলেন, 'জামায়াতের কেন্দ্রীয় আমির নিজেই আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্ক অটুট থাকবে'।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা 

উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুলামিন খান, ইউছুফপুর ইউপি জামায়াতের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ, সেক্রেটারি ডাঃ মো ইউছুফ, মুগসাইর ৯নং ওয়ার্ড সভাপতি ডাঃ মো নজরুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি নারায়ণ ব্রহ্ম, ইউছুফপুর ইউপি পূজা উদযাপন কমিটি সভাপতি নারায়ণ চন্দ্র দাস, সেক্রেটারি সঞ্জিত দাস, খোকন দাস, কিশোর দাস প্রমুখ।



www.a2sys.co

আরো পড়ুন