শিরোনাম

প্রকাশঃ Sat, Sep 14, 2024 12:32 PM
আপডেটঃ Sat, Dec 21, 2024 3:23 PM


বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১৭ লক্ষাধিক টাকা দিল মুরাদনগর বিএনপি

বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১৭ লক্ষাধিক টাকা দিল মুরাদনগর বিএনপি

ভারতের ছেড়ে দেওয়া বাঁধের পানিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও পূর্নবাসন করতে ত্রান তহবিল করেছে কেন্দ্রীয় বিএনপি।  সেখানে বন্যার্তদের সহায়তায় সাবেক ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, কুমিল্লা -৩ মুরাদনগরের জনন্দিত জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর পক্ষ থেকে ১৭ লক্ষ ৭১ হাজার টাকা দিয়েছেন মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। 


বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ ও বিএনপির চেয়ারর্পাসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালামের হাতে অনুদানের চেক তুলে দেন মুরাদনগর উপজেলা বিএনপি। 


এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা,যুগ্ম আহ্বায়ক ফারুক সরকার মজিব।  কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদসহ বিএনপি নেতা কর্মীরা।


উল্লেখ্য যে,কুমিল্লার মুরাদনগরে বন্যায় প্লাবিত ২ হাজার পরিবারকে আশ্রয় এবং প্রায় অর্ধমাস তাদের নিয়মিত খাবার বিতরণ করেছেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। 

এছাড়াও বিগত সিলেটের বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দিয়েছে মুরাদনগর বিএনপি।



www.a2sys.co

আরো পড়ুন