শিরোনাম

প্রকাশঃ Mon, Sep 2, 2024 10:40 PM
আপডেটঃ Thu, Sep 19, 2024 10:04 PM


তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল

তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল

আকাশ টিভি ডেস্ক. সারা দেশে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে কুমিল্লার সর্বস্তরের চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারকে বিপদে ফেলতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছিল। এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল। তাই আমরা এসবের পক্ষে নই। তবে আমাদের দাবি, চিকিৎসকদের সুরক্ষা দিতে হবে। আমরা সুরক্ষিত থাকলে কথা দিচ্ছি, রোগীদের সুরক্ষার জন্যও সর্বোচ্চ কাজ করবো। জনগণের সহায়তা নিয়ে জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাব।  বক্তারা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স, দালাল থেকে শুরু করে যারাই কোনো ভুল ও অপকর্ম করে তার দায় চিকিৎসকদের ওপর চাপিয়ে দেয়া হয়। অথচ চিকিৎসা ব্যবস্থাপনার সাথে শুধুমাত্র চিকিৎসকরা জড়িত থাকেন না। সাংবাদিকরাও অনেক সময় মিসলিডিং করেন। ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি বিভাগে ২৪ ঘণ্টাই সেবা কার্যক্রম চালু থাকে। সেখানে চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করুন। আমরা আপনাদের বক্তব্যে আশ্বস্ত হয়েছি। আপনাদের প্রতি আশ্বস্ত থাকতে চাই। 


মানববন্ধনে বিপুল সংখ্যক চিকিৎসক অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কুমিল্লা জেলা সভাপতি ডা. মজিবুর রহমান। বিভিন্ন দাবি পেশ করেন ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ডা. মো. জুয়েল রানা, ডা. মো. মাছুম হাসান, ডা. মিনহাজুল রহমান তারেক, ডা. সফিকুর রহমানসহ অন্যান্যরা। 


প্রসঙ্গত, গত  শনিবার সড়ক দুর্ঘটনায় আহত রোগীর মৃত্যুর ঘটনায়  ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকদের ওপর অতর্কিত হামলা চালায় বহিরাগতরা। এর প্রতিবাদে রোববার সারা দেশের হাসপাতালগুলোতে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা। অবশ্য পরবর্তীতে রাতে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে সে কর্মসূচি প্রত্যাহার করেন চিকিৎসক নেতারা।



www.a2sys.co

আরো পড়ুন