শিরোনাম

প্রকাশঃ Thu, Aug 1, 2024 3:04 PM
আপডেটঃ Tue, Jan 14, 2025 8:17 AM


কুবি শিক্ষকদের মানববন্ধনে আসতে বাঁধা

কুবি শিক্ষকদের মানববন্ধনে আসতে বাঁধা

সারাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের উপর বর্বর হামলার প্রতিবাদে  আজ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা মানববন্ধন করেছেন।মানববন্ধন ও কর্মস্থলে আসতে পথরোধ করে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এসময় শিক্ষকদের হেনস্তাও করে। 


মানববন্ধনে বহু শিক্ষককে অংশগ্রহণে বাঁধা দিয়েছে স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগ।বাঁধাপ্রাপ্ত শিক্ষকদের  মধ্যে রয়েছেন গণিত বিভাগের অধ্যাপক আবদুল হাকিম, খলিফা মোহাম্মদ হেলাল, বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান সহ আরো অনেকে।


মানববন্ধনে উপস্থিত অধ্যাপক কাজী এম. আনিছুল হক বলেন, দেশব্যাপী শিক্ষার্থী হত্যা, নিপীড়ন ও হয়রানি বন্ধে প্রতিবাদ জানাই এবং শিক্ষকদের পথিমধ্যে  আটকে দিয়ে মানববন্ধনে উপস্থিত হতে না দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। 


গতকাল ঢাবিতে শিক্ষিকা পুলিশি হয়রানির পর, কুমিল্লায় শিক্ষকরা সরকার দলীয় সমর্থকের হাতে হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক।
তিনি আরো বলেন, সরকার দলীয় এহেন কর্মকান্ডে আমরা খুবই বিব্রত বোধ করছি। আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করা হচ্ছে, আমাদেরকে পথ অবরোধ করে হেনস্থা করা হচ্ছে। আমাদের শিক্ষকদেরকে দেশের বিভিন্ন প্রান্তে সরকারদলীয় হেনস্থার ও পুলিশী হামলায়  ঘটনার তীব্র নিন্দা জানাই।



www.a2sys.co

আরো পড়ুন