শিরোনাম

প্রকাশঃ Wed, Jul 31, 2024 9:18 AM
আপডেটঃ Tue, Jan 14, 2025 3:27 PM


বারবার ছেলের ছবিতে হাত বুলাচ্ছেন, আর অঝোরে কেঁদে যাচ্ছেন বিধবা মা

বারবার ছেলের ছবিতে হাত বুলাচ্ছেন, আর অঝোরে কেঁদে যাচ্ছেন বিধবা মা

বারবার ছেলের ছবিতে হাত বুলাচ্ছেন, আর অঝোরে কেঁদে যাচ্ছেন গর্ভধারিণী বিধবা মা বেণু বেগম। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে ১৯ জুলাই গুলিতে নিহত হন তার ছেলে ফিরোজ তালুকদার পলাশ (৩৮)। ছেলের শোকে মাঝে মধ্যেই অচেতন হচ্ছেন তিনি। সান্ত্বনা দেওয়ার জন্য প্রতিবেশী ও স্বজনরা নিহত পলাশের মায়ের কাছে ভিড় করছেন।

জানা যায়, ঢাকার মিরপুর থেকে বাড়ির পথে টাঙ্গাইলের উদ্দেশ্যে মায়ের কাছে রওনা দিয়েছিলেন পলাশ। সেদিন শিক্ষার্থীদের কোটা আন্দোলনে পড়ে ছোড়া গুলিতে নিহত হন তিনি। ভূঞাপুর পৌরসভার ঘাটান্দি এলাকার সোহরাব তালুকদারের বড় ছেলে পলাশ। তারা দুই ভাই ও এক বোন। পলাশের স্ত্রী ও ৭ বছরের একটি মেয়ে রয়েছে।

৫ বছর আগে থেকে পলাশ ঢাকার মিরপুর-১২ তে একটি কেমিক্যাল কোম্পানিতে অফিস সহায়ক হিসেবে চাকরিতে যোগ দেন। ঘটনার দিন বাড়ির উদ্দেশ্যে টাঙ্গাইল রওনা দিয়েছিলেন পলাশ। পথে মিরপুর ১০ নম্বর এলাকায় পৌঁছলে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়। এমন সময় হঠাৎ ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন পলাশ। স্থানীয় লোকজন তুলে মিরপুরের আলোক হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পলাশের সঙ্গে থাকা মোবাইলে তার মাকে ফোন করে জানান স্থানীয়রা। মা বেণু বেগম পলাশের স্ত্রীকে জানালে পলাশের স্ত্রী হাসপাতালে গিয়ে স্বামীর মরদেহ দেখতে পান। পরে পলাশের মরদেহ এনে নিজ এলাকায় ঘাটান্দির তালুকদার কবরস্থানে দাফন করা হয়।



www.a2sys.co

আরো পড়ুন