শিরোনাম

প্রকাশঃ Mon, Jun 24, 2024 5:17 PM
আপডেটঃ Sat, Dec 21, 2024 3:19 PM


দক্ষিন কোরিয়ায় কারখানায় আগুন লেগে নিহত ২০

দক্ষিন কোরিয়ায় কারখানায় আগুন লেগে নিহত ২০

শরীফ খানঃ

আজ সকালে ১০.২০ মিনিটে দক্ষিণ কোরিয়ার হোয়াসংসি সাগাং এরিয়াতে একটি লিথিয়াম ব্যাটারি প্ল্যান্টে আগুন ধরে যায়। প্রায় ৫ ঘন্টার প্রচেষ্টার পর বিকাল ৩ টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয় কোরিয়ার ফায়ার সার্ভিস বাহিনি।


জানা যায়, কোম্পানিতে কর্মরত ২৩ জন শ্রমিক নিখোঁজ হওয়ার পর ঘটনা স্থলে ২০ জনের মৃতদেহ পাওয়া গেছে। নিহত শ্রমিকরা চায়না সহ প্রায় সবাই বিদেশি।

কর্তব্যরত ফায়ার সার্ভিস অফিসার জানান, ফ্যাক্টরির ভিতরে থাকা ব্যাটারি সেলগুলি একের পর এক বিস্ফোরিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে উদ্ধারকারীদের জন্য ভিতরে গিয়ে অনুসন্ধান করা কঠিন হয়ে পড়ে। সূত্রমতে, কমপক্ষে ৩৫,০০০ ব্যাটারি এই প্ল্যান্টের ভিতর রয়েছে বলে ধারনা করা হচ্ছে। কোম্পানিতে কোন বাংলাদেশি কর্মরত ছিলোনা বলে প্রাথমিক ভাবে জানা যায়।



www.a2sys.co

আরো পড়ুন