শিরোনাম

প্রকাশঃ Mon, May 20, 2024 10:26 PM
আপডেটঃ Sat, Dec 21, 2024 3:32 PM


অগ্রনী ব্যাংক থেকে গ্রাহকের ৯৬ হাজার টাকা চুরি

অগ্রনী ব্যাংক থেকে গ্রাহকের ৯৬ হাজার টাকা চুরি

কেশবপুর শহরের অগ্রনী ব্যাংক থেকে ২০ মে বেলা ১১টার দিকে একজন গ্রাহকের প্যাকেট থেকে ৯৬ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।কেশবপুর উপজেলার বাগদহা গ্রামের আবু বকর সিদ্দিক এর ছেলে মোকাররম হোসেনের ব্যাগ থেকে ওই টাকা চুরির ঘটনা ঘটেছে।



ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় টাকার মালিক মোর্কারম হোসেন তার বসার আসন চেয়ারের উপর টাকার ব্যাগটি রেখে তিনি দাড়িয়ে ব্যাংকের একজন অফিসারের সাথে কথা বলছিলেন।


এসময় ৫০/৫৫ বছরের এক ব্যক্তি দুদফা চেষ্টার করে ওই ব্যাগের মধ্য থেকে টাকা বের করে দ্রত স্থান ত্যাগ করে বলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়।


এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। থানার কর্তব্যরত অফিসার হেদায়েত হোসেন সেটা নিশ্চিত করেন।বিষয়টি থানার অফিসার ইনচার্জ এর সাথে কথাবলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।



www.a2sys.co

আরো পড়ুন