শিরোনাম

প্রকাশঃ Sun, Mar 10, 2024 9:00 PM
আপডেটঃ Wed, Feb 5, 2025 5:26 PM


ডাক্তার হয়ে মানবসেবা করতে চায় মুরাদনগরের মেয়ে সাদিয়া

ডাক্তার হয়ে মানবসেবা করতে চায় মুরাদনগরের মেয়ে সাদিয়া

মুরাদনগর কলেজ থেকে কেউ চান্স পাবেনা, সরকারিতে চান্স পাওয়া সহজ নয়। গ্রামের সেরা হতে পারো তবে জাতীয়ভাবে নয়। ঢাকা গেলে দেখবে তোমার মতো সেরা শিক্ষার্থীর অভাব নেই। শুধু শুধু কোচিং করে টাকা বিসর্জন। এধরণের নানা পিছুটান অতিক্রম করে এগিয়ে গিয়েছিল নিজের স্বপ্নের টানে। মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬১নম্বর পেয়েও স্থান হয়নি সরকারি মেডিকেল কলেজ গুলোতে। তাই বলে দমে থাকা যাবেনা, লড়াই করতে হবে বুক চিতিয়ে।


হারকে শক্তিতে রূপান্তরিত করে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ৯৪.৭৫নম্বর পেয়ে হয়েছে ১৩২২তম। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে অংশগ্রহণ করে ডেন্টাল ভর্তি পরীক্ষায়। এখন আর পিছুটান নয়, রেজাল্ট দেখে নিজের চোখগুলোকে বিশ্বাস করতে পারছিলোনা মুহূর্তের জন্য। পরক্ষণেই দেখলে এটা স্বপ্ন নয় বাস্তবেই তার রোল।


বলছিলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সরকারি হাসপাতালের পিছনে চেয়ারম্যান ভিলার বাসিন্দা মোঃ নজরুল ইসলামের মেয়ে সাদিয়া ইসলাম শেফার কথা। সে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ থেকে ২০২৩সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় এবং ২০২৩-২৪শিক্ষাবর্ষের ডেন্টাল ভর্তি পরীক্ষায় ৭৩.৭৫নম্বর পেয়েছে। জাতীয় মেধায় ৪৩৪তম স্থান অর্জন করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হয়।


তার এই সাফল্যে সহপাঠী, শিক্ষক, পরিবার সহ সকল শুভানুধ্যায়ী মানুষের মাঝে বিরাজ করছে আনন্দ। ভবিষ্যতেও বর্তমানের মতো সাফল্যের ধারা বজায় রেখে দেশ ও মানুষের সেবায় নিজের অর্জিত জ্ঞান অর্পন করবে বলে আশা করছে সকলে।


কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম সরকার বলেন, শেফা প্রথম থেকেই মেধার স্বাক্ষর রাখছিলো। কলেজের প্রতিটি পরীক্ষায় সে খুব ভালো ফলাফল অর্জন করতো। তার সরাসরি শিক্ষক হতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে সে আরো ভালো কিছু করবে, নিজের সততা ও দক্ষতা দিয়ে আর্ত মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করবে।


সাদিয়া ইসলাম শেফা বলেন, মহান করুনাময় আল্লাহর রহমতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। পরিশ্রম করলে সবকিছু সম্ভব। মেডিকেলে চান্স না পাওয়ার পর ভেঙে পড়েছিলাম পড়ে পরিবার ও সহপাঠীদের কারণে ঘুরে দাঁড়াতে পেরেছি। তাদের ও সম্মানিত শিক্ষকদের অবদান বলে বোঝাতে পারবো না। আমি ভালো ডেন্টিস্ট হয়ে মানুষের সেবা করতে চাই। পরবর্তীতে যারা পরীক্ষা দিবে তাদের বলতে চাই ভালো করে মনোবল রেখে পড়লে চান্স পাওয়া সম্ভব। মনোবল ভেঙে গেলে কিছুই অর্জন করা হবে না। এডমিশন সময়ে বুদ্ধিদীপ্ত ভাবে পড়লে ভালো করা যায়।



www.a2sys.co

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামি.. বিস্তারিত

আরো পড়ুন