শিরোনাম

প্রকাশঃ Fri, Mar 1, 2024 12:13 PM
আপডেটঃ Wed, Feb 5, 2025 3:18 PM


ভারতের ফ্রেন্ডশিপ ক্যাম্পে আমন্ত্রণ পেয়েছেন ভিক্টোরিয়ার ফয়সাল

ভারতের ফ্রেন্ডশিপ ক্যাম্পে আমন্ত্রণ পেয়েছেন ভিক্টোরিয়ার ফয়সাল
২য় ইন্দো-বাংলাদেশ স্কাউট ফ্রেন্ডশিপ ক্যাম্পে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সহকারী রোভারমেট মো. ফয়সাল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) থেকে ৩ মার্চ পর্যন্ত এই আসরে দার্জিলিং অবস্থান করবেন এই শিক্ষার্থী। কুমিল্লা অঞ্চল থেকে একমাত্র আমন্ত্রিত রোভার মো.ফয়সাল। এছাড়াও কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ থেকেও একমাত্র আমন্ত্রিত রোভার এই শিক্ষার্থী।


আমন্ত্রণ পাওয়া রোভার ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। 


দার্জিলিং অবস্থান করা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ সহাকারী রোভারমেট মো. ফয়সাল জানান, তিনি কুমিল্লা থেকে একমাত্র রোভার ফয়সালই এই ক্যাম্পিংয়ে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন। এর আগে প্রথম বার অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে। এটি দ্বিতীয় আসর। প্রথম আসরে না গেলেও এবার বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩১০জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন। ভ্রমণ প্রক্রিয়া শেষ হওয়ার পর ২৫ ফেব্রুয়ারি রোভার সদস্যরা বাংলাদেশ থেকে ভারতের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে। এসময় তারা রেল ভ্রমণের মাধ্যমে ভারতের দার্জিলিং শহরে পৌঁছান। 

যার ভিসা প্রসেসিং থেকে শুরু করে যাবতীয় সকল খরচ বহন করে আয়োজক কতৃপক্ষ। সেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া স্কাউটের সকল সদস্যদের যৌথভাবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে।

কুমিল্লক ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর বলেন, ফয়সালের খবর শুনে খুবই আনন্দিত। তাকে শুভেচ্ছা জানাই। ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা পৃথিবীর সব জায়গায় আছে। সব জায়গায় থাকবে। আমরা ভিক্টোরিয়া কলেজের সংগঠন গুলোর জন্য যা যা করা দরকার সব সহযোগিতা করে যাচ্ছি। আমাদের সন্তানরা আরও এগিয়ে যাক। তাদের সাফল্যে আমরা আনন্দিত। 


www.a2sys.co

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামি.. বিস্তারিত

আরো পড়ুন