শিরোনাম

প্রকাশঃ Thu, Jan 4, 2024 1:14 PM
আপডেটঃ Wed, Feb 5, 2025 4:03 PM


উদ্ভাস একাডেমিক কেয়ারের এক দশক পূর্তি ও নবীনবরণে বর্ণিল আয়োজন

উদ্ভাস একাডেমিক কেয়ারের এক দশক পূর্তি ও নবীনবরণে বর্ণিল আয়োজন

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো কুমিল্লার অন্যতম সেরা কোচিং সেন্টার উদ্ভাস একাডেমিক কেয়ারের এক দশক পূর্তি ও নবীবনবরণ অনুষ্ঠান। বুধবার (০৩ জানুয়ারি)নগরীর পুলিশ লাইনস্থ ক্যাম্পাসে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবক।


বিকাল ৩টায় শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে অনুষ্ঠানস্থল। এ সময় তাদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেয়া হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী রাহাত।অনুষ্ঠান উপলক্ষে পুরো ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়।


রসায়ন বিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেদী হাসানের প্রাণবন্ত সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. আহছান উল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন- ২০১৪ সালে গুটিকয়েক শিক্ষার্থী নিয়ে কুমিল্লা উদ্ভাসের যাত্রা শুরু হলেও তা আজ কুমিল্লার স্বনামধন্য প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে।


মূলত শিক্ষক-শিক্ষার্থীদের সেতুবন্ধন দৃঢ় হওয়ায় এমনটি সম্ভব হয়েছে। তাছাড়াও এখানে রয়েছেন একঝাঁক মেধাবী শিক্ষক। তাই এর ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটিয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডকে আলোকিত করা। শতভাগ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের বিষয়ে তার স্বপ্নের কথা উল্লেখ করেন তিনি। পরীক্ষার পূর্ব মুহূর্তে পরীক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি তাদেরকে পরিশ্রমী হওয়ার ওয়াদা করান।

অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গণিত বিভাগের শিক্ষক মো.তানভীর,পদার্থবিজ্ঞানের শিক্ষক রিয়াদ হোসেন,প্রাক্তন ছাত্রী ও আইসিটি বিভাগের শিক্ষক ফাহিমা আক্তার,অর্থনীতি বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস,বাংলা বিভাগের শিক্ষক রিয়াজ,জীববিজ্ঞান বিভাগের শিক্ষক শরীফ উদ্দিন,অফিস ব্যবস্থাপক তাওহীদুল ইসলাম ও রাকিবুল ইসলাম।



www.a2sys.co

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

আনন্দ উল্লাসে শিক্ষার্থীদের একদিন!

শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে সামি.. বিস্তারিত

আরো পড়ুন