শিরোনাম

প্রকাশঃ Wed, Jul 13, 2022 5:56 PM
আপডেটঃ Sat, Dec 21, 2024 5:47 PM


ভিক্ষুকের সিন্দুকে পাওয়া গেছে ২ কোটি ৪৫ লাখ টাকা

ভিক্ষুকের সিন্দুকে পাওয়া গেছে ২ কোটি ৪৫ লাখ টাকা
কুমিল্লার তিতাসের গাজীপুরে এক ভিক্ষুকের সিন্দুকে পাওয়া গেছে ২ কোটি ৪৫ লাখ টাকা। আমির হোসেন ওরফে বিশা পাগলা নামের ভিক্ষুক ঈদের আগে শুক্রবার মারা যান।




নিসন্তান এই ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরের মালামাল কি কি আছে পরে দেখা হবে বলে স্থানীয় চেয়ারম্যান তালা দিয়ে রাখেন। মঙ্গলবার তিনি কি কি মালামাল আছে তা দেখতে গিয়ে দেখেন সিন্দুকে বিপুল পরিমান টাকা। তখন ঘটনাটির খবর চারদিকে ছড়িয়ে পড়ে ।জানানো হয় পুলিশকে।


পরে আবার ঘরটি তালা বদ্ধ করে রাখা হয়। বুধবার টাকা গননা করে দেখা যায় সেখানে দুই কোটি ৪৫ লাখ টাকা আছে। 



ঐ টাকা ব্যাংকে রাখার জন্য নেওয়া হয়েছে। 
ভিক্ষুকের ইচ্ছা অনুযায়ী একটি মসজিদ করা হতে পারে বলে জানা গেছে। সেই সাথে তার পালিত এক মেয়ের বিয়ে দেওয়াতে খরচ করা হতে পারে ।


www.a2sys.co

আরো পড়ুন