শিরোনাম

প্রকাশঃ Sun, Dec 17, 2023 1:30 PM
আপডেটঃ Thu, Nov 21, 2024 1:42 PM


গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক

গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন  গায়ক

গায়ক পেড্রো হেনরিক। সামনে বসা হাজারো দর্শক যার সঙ্গে গলা মিলিয়ে গাইতেন। তার কণ্ঠে গাওয়া বহু গান তরুণ প্রজন্ম থেকে শুরু করে সব বয়সীদের মুখে মুখে। অল্প বয়সেই কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। যদিও আর কখনোই মঞ্চে গান গাইবেন না জনপ্রিয় এ গায়ক। চলে গেলেন না ফেরার দেশে।


৩০ বছর বয়সী গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফরম করছিলেন। গান গাইতে গাইতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এর আগে কলকাতার নজরুল মঞ্চে ২০২২ সালে পারফর্ম করার সময় গুরুতর অসুস্থ হয়ে নির্মম মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। যেন তারই দৃশ্যপটে আবারও মুখোমুখী হতে হয়েছে অনুরাগীদের।



আমেরিকার ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছর বয়সি এই গায়ক ব্রাজিলের ফেইরা দে সান্তানা শহরে একটি ধর্মীয় অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। যেখানে তাকে মঞ্চের একপ্রান্তে তার ‘ভাই সের তাও লিন্ডো’ নামের গানটি আবেগের সঙ্গে ভিড় করা দর্শকদের সামনে গাইতে দেখা যায়।



একপর্যায়ে পেড্রো তার মাইক্রোফোনটি দর্শকদের সামনে ধরে গান গাইতে অনুরোধ করেন। তবে যখন তিনি মাইকটি ফের মুখের কাছে নিয়ে আসেন, তখন হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন। এ সময় তিনি পেছনে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



www.a2sys.co

আরো পড়ুন