শিরোনাম

প্রকাশঃ Sat, Dec 9, 2023 8:17 PM
আপডেটঃ Tue, Dec 3, 2024 9:30 AM


এক ঘন্টার ব্যবধানে কেজিতে বেড়েছে ৭০ টাকা

এক ঘন্টার ব্যবধানে কেজিতে বেড়েছে  ৭০ টাকা

কুমিল্লার দেবিদ্বারে সরকারি নির্ধারিত মূল্যের দ্বিগুণের কাছে গিয়ে পৌঁছেছে পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। এক ঘন্টার ব্যবধানে কেজিতে বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। এছাড়া আলুর কেজিতে বেড়েছে ২০ টাকা। 


এদিকে, পেঁয়াজে ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে শনিবার (৯ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যামান অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা প্রশাসন। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এ অভিযানের নেতৃত্ব দেন। 

এসময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামসহ একদল পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। অভিযানের খবর পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান রেখে পালিয়ে যান ব্যবসায়ীরা। তবে কেনার চেয়ে ৬০ টাকা বেশি বিক্রি, পাইকারি কেনার রশিদ, দোকানে  মূল্য তালিকা না রাখার অপরাধে জালাল নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যামান আদালত। 

শনিবার দুপুরে দেবিদ্বার নিউ মার্কেট এলাকার পেঁয়াজের বাজারে গিয়ে দেখা গেছে, এক ঘন্টা আগে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ১১০ টাকা এবং আলু  ৫০ টাকা। ঠিক এক ঘন্টা পর পেঁয়াজের কেজিতে ৭০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং আলু প্রতি কেজি ৫০ থেকে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। 

পেঁয়াজ ক্রেতা রাসেল ও কামরুন নাহার জানান, বাজারে এসে জানতে পেরেছি হুট করে পেঁয়াজ কেজিতে ৬০ টাকা ও আলু  কেজিতে ২০ টাকা  বেড়ে গেছে। সকাল বেলাও পেঁয়াজের দর কম ছিল। সঠিক বাজার মনিটরিং না থাকায় যে যেভাবে পারছে উচ্চমূল্যে বিক্রি করছে।    


পেঁয়াজ বাজারের খুচরা বিক্রেতা মো. কালাম, জালাল ও হাবিব  বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে। আমরা পাইকারী বাজার থেকে বেশি দামে কিনতে হয়। তবে বিক্রেতারা পাইকারি বাজারের কোন ক্রয় ভাউচার দেখাতে পারেননি। 


ভ্রাম্যমান অভিযান পরিচালনা শেষে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ক্রেতাদের জিম্মি করে বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। তাঁদের অধিকাংশ দোকানে মূল্য তালিকা নেই। তাঁরা যে পাইকারি দরে কিনেন সেই ক্রয় রশিদও কারও কাছে নেই। এমন কিছু অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্য ব্যবসায়ীরা পালিয়ে যান। যারাই সরকারি নির্ধারিত মূল্যে পেঁয়াজের  বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



www.a2sys.co

আরো পড়ুন