শিরোনাম

প্রকাশঃ Wed, Dec 6, 2023 3:58 PM
আপডেটঃ Mon, Nov 18, 2024 5:31 AM


অর্ধশতাধিক মামলা কাঁধে নিয়ে নির্বাচনের মাঠে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ

অর্ধশতাধিক মামলা কাঁধে নিয়ে নির্বাচনের মাঠে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ

বিএনপির বহিষ্কৃত নেতা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা শওকত মাহমুদ দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। মনোনয়নপত্র বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।


হলফনামায় দেখা গেছে, অর্ধশতাধিক বেশি মামলা আছে সাবেক এই বিএনপি নেতার বিরুদ্ধে। হলফনামার প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়ে টানা আট পৃষ্ঠায় ৬২ মামলার বিষয়ে উল্লেখ রয়েছে। যার বেশিরভাগ বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে। যা ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে করা। যার প্রত্যেকটি চলমান বলে উল্লেখ করেছেন তিনি। তিনি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।

হলফনামা সূত্রে জানা গেছে, চাকরি করে এই প্রার্থী বাৎসরিক আয় করেন চার লাখ টাকা। এ ছাড়াও একটি প্রাইভেট কারসহ অস্থাবর সম্পত্তি আছে ১৭ লাখ টাকার। স্থাবর কোনও সম্পত্তি নেই। তার স্ত্রীর নামে আছে ১০ ভরি স্বর্ণসহ নয় লাখ টাকার অস্থাবর সম্পত্তি। তার স্ত্রীরও কোন স্থাবর সম্পত্তি নেই। এই ছাড়াও তাদের কোনও ঋণও নেই।

সূত্রমতে, কুমিল্লা-৫ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আবুল হাসেম খান। এ আসনে মনোনয়ন বঞ্চিত হন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান আবু জাহের। তারা সবাই স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

এর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবু জাহের, আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর খান চৌধুরীসহ পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাশেমসহ ছয় জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। আসনটি থেকে মনোনয়ন পেতে আওয়ামী লীগের ২৯ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আবেদনের দিক দিয়ে ধারেকাছেও ছিল না জেলার অন্য আসনগুলো।



www.a2sys.co

আরো পড়ুন