শিরোনাম

প্রকাশঃ Thu, Feb 23, 2023 8:24 PM
আপডেটঃ Thu, Nov 21, 2024 10:22 AM


সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক কেড়ে নিল পুলিশ কনস্টেবল ইমরানের প্রাণ

সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক কেড়ে নিল পুলিশ কনস্টেবল ইমরানের প্রাণ

রেজওয়ান উল্লাহ,সাতক্ষীরা প্রতিনিধিঃ

ছুটিতে বাড়ি এসেছে দুই দিন৷ আজ সকাল ৮টার সময়  ইট ভাটায় মাটি বহনকারী ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরার কলারোয়ায় শংকরপুর গ্রামের  ইমরান হোসেন (২৬)  নামের এক পুলিশ  কনস্টেবলের মৃত্যু হয়েছে৷ সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে রাঙ্গামাটি  তগোলছুড়ি থানা কর্মরত ছিলেন৷ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী)  সকাল ৮ টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের শংকরপুর এলাকার  লিয়াকত আলীর  দোকানের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি  ঘটে বলে নিশ্চিত করেন কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা৷  




নিহত ওই পুলিশ কনস্টেবল ইমরান হোসেন কলারোয়া উপজেলার   জালালাবাদ ইউনিয়নের  শংকরপুর গ্রামের মোনায়েম মাষ্টারের ছেলে ৷ তার স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে৷ 



পিতা মোনায়াম হোসেন বলেন, গত দুই দিন রাঙ্গামাটি  তগোলছুড়ি থানা থেকে আগে ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছে৷  সকালে একই গ্রামের শংকরপুর থেকে সিংহনাল বাজারে উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে রওনা হয়  ছেলে পুলিশ কনস্টেবল ইমরান হোসেন ও তার বন্ধু নয়ন হোসেন৷ শংকরপুরের লিয়াকতে দোকানের সামনে তারা পৌছালে ইটভাটার মাটি বহনকারী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এই দুর্ঘটনা ঘটে৷


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীরা বলেন, ইট ভাটায় মাটি বহনকারী ট্রাকের দ্রুততম যাতায়াত সকাল থেকে রাত পর্যন্ত  এতটাই ভয়াবহ যে, রাস্তায় উঠা পরিবারের লোকজনকে নিয়ে সারাক্ষণ আতঙ্কে দিন কাটাতে হয়৷  একই রাস্তা দিয়ে ছেলে মেয়েরা স্কুলে যায়। কখন যে দূর্ঘটনা ঘটবে এজন্য দিনে বা রাতে এ ধরনের দানবাকৃতির মাটি বহনকারী ট্রাকের যাতায়াত রোধ করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন৷  


কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, মাটি বহনকারী ট্রাকের ধাক্কায় ইমরান হোসেন নামের এক কনস্টেবল মারা গেছে এমন সংবাদ পাওয়ার পরে সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে৷ নিহত ওই পুলিশ কনস্টেবলের মোটরসাইকেলে থাকা গুরুতর আহত নয়ন হোসেন খুলনা মেডিকেলে উন্নত চিকিৎসায় ভর্তি আছে৷


এ ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ মৃতদেহ সাতক্ষীরা সদরে আছে প্রাথমিক তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।আজ রাত ৮টা ১৫মিনিটে জানাজা নামাজের শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



www.a2sys.co

আরো পড়ুন