শিরোনাম

প্রকাশঃ Tue, Dec 27, 2022 6:56 PM
আপডেটঃ Tue, Jan 14, 2025 12:01 PM


বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কলারোয়ার আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কলারোয়ার আহবায়ক কমিটি গঠন

রেজওয়ান উল্লাহ,সাতক্ষীরা প্রতিনিধিঃ

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি কলারোয়া  শাখার পুর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।


২৬ডিসেম্বর(সোমবার) বিসিডিএস ভবন সাতক্ষীরা  কার্যালয় থেকে সাতক্ষীরা জেলার আহবায়ক এস.এম কবির উদ্দিন বাবলু স্বাক্ষরিত  এই কমিটি ঘোষনা করা হয়।



উল্লেখ্য  বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্টস্ সমিতির গঠনতন্ত্রের ১৫-ধারার ক্ষমতাবলে সমিতির কলারোয়া উপজেলা  শাখার পুর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে দিয়ে ১৩ সদস্যে বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। বিগত ২০ বছরের অধিক সময় অতিবাহিত হওয়ার পর  আহবায়ক কমিটি গঠিত হলো


মেসার্স আল-আমীন ফার্মেসীর সত্ত্বাধিকারী জনাব নজরুল ইসলামকে আহবায়ক ও মের্সাস আক্তার ফার্মেসীর   সত্ত্বাধিকারী শেখ আক্তারুজ্জামান  কে যুগ্ন-আহবায়ক। 


কমিটির অন্যান্য সদস্যরা হলেনঃমোঃইকবল কবীর (ডিইক),আরিফ মাহমুদ (বাপ্পা),হাফিজুর রহমান(মিন্টু),সাব্বির আহমেদ(রাসেল),শেখ নাদির হোসেন(অলক),এস এম আশিকুর রহমান,মোঃমেহেদী হাসান,মোঃআনিছুর রহমান (পলাশ),মোঃমুজাহিদুল ইসলাম,মোঃশিহাব উদ্দিন,মোঃদীন আলি শেখ।



www.a2sys.co

আরো পড়ুন