শিরোনাম

প্রকাশঃ Wed, Dec 7, 2022 12:08 PM
আপডেটঃ Thu, Nov 21, 2024 12:26 PM


দুই ভাইয়ের আগুনে পুড়ে মৃত্যু, মা গ্রেপ্তার

দুই ভাইয়ের  আগুনে পুড়ে মৃত্যু, মা গ্রেপ্তার

মাদারীপুরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় তাদের মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৪ বছর বয়সী গ্রেপ্তার পূর্ণিমা বৈদ্যের বাড়ি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকায়।




পুলিশ জানায়, সদর উপজেলার উত্তর ঝিকরহাটি এলাকায় স্ত্রী, দুই সন্তানসহ ভাড়া বাসায় থাকতেন শ্রীনদী এলাকার মানিক বৈদ্য। এক মাস আগে মানিককে চুরির মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে আছেন।


স্থানীয়রা জানান, সোমবার বেলা ১২টার দিকে পূর্ণিমা ও তার মা দুই ছেলেকে ঘরে রেখে দরজায় ছিটকিনি দিয়ে প্রতিবেশীর বাড়িতে যান। এরপর প্রতিবেশীরা ঘরের চালা দিয়ে ধোঁয়া উঠতে দেখেন। তারা দরজা খুলে আগুন নিভিয়ে দেড় বছর বয়সী মানদকে মৃত অবস্থায় পান। তার বড় ভাই আড়াই বছর বয়সী রুদ্রকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘মানিকের সঙ্গে তার স্ত্রী পূর্ণিমার দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিল। মানিক আরও একটি বিয়ে করতে পারে এমন সন্দেহে তাদের মধ্যে ঝগড়া হতো। স্বামীর সংসার ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে পূর্ণিমা ঘরে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।’


ওসি জানান, এ ঘটনার পর থেকে পূর্ণিমা পলাতক ছিলেন। সোমবার বিকেলে তার জা রত্না রানি মাদারীপুর সদর থানায় মামলা করেন। এই মামলায় পূর্ণিমাকে মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।



www.a2sys.co

আরো পড়ুন