শিরোনাম
- হোম
- বরিশালে হোটেল বন্ধ : বিএনপি নেতাকর্মীরা থাকছেন শহরের বাইরে
আপডেটঃ Thu, Nov 21, 2024 6:13 PM
বরিশালে হোটেল বন্ধ : বিএনপি নেতাকর্মীরা থাকছেন শহরের বাইরে
চার বিভাগের পর আগামী শনিবার বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) জনসভা করার অনুমতি পেয়েছে দলটি। গতকাল সোমবার বিকেলে এ অনুমতি দেয় জেলা প্রশাসন। তবে মহাসমাবেশ নিয়ে কিছুটা চিন্তিত বরিশাল বিএনপির নেতাকর্মীরা।
মহানগর বিএনপির সভাপতি বলেন, আমাদের জনসভায় ঢাকা ও বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসে যেন হোটেল বা রুম ভাড়া নিয়ে থাকতে না পারেন, সে জন্য নগরী ও আশপাশের হোটেলগুলো বন্ধ করে দিয়েছে সরকার। তাই গণসমাবেশে যোগ দিতে দলের নেতাকর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। শহরের হোটেলগুলোতে না থাকতে পারলেও শহরের বাইরে অবস্থান করছেন তারা।
জেলা প্রশাসনের এনডিসি মুশফিকুর রহমান জানান, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর সেখানে একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এ কারণে উদ্যানের অর্ধেক ছেড়ে দিয়ে তাদের সমাবেশ করার জন্য বলা হয়েছে।
বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবীর বলেন, বেলস পার্ক মাঠে সভা করার জন্য আমরা লিখিতভাবে অনুমতি চেয়েছিলাম। জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি এই মাঠে সভা করার অনুমতি দিয়েছেন। এই মাঠে বিভাগীয় জনসভা করার অনুমতি চেয়েছিলাম, সেটাই হয়েছে।
এদিকে, মহাসমাবেশ ঘিরে বরিশালজুড়ে চলছে ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড লাগানোর কাজ। নগরীর বিবিপুরের পাড়, জেলা স্কুল মোড়, বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক), নথুল্লাবাদ, আমতলা মোড়সহ বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। নগরীর বাইরেও এ বিভাগের বিভিন্ন উপজেলায় লাগানো হচ্ছে মহাসমাবেশের বিলবোর্ড-ব্যানার। তাই ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। জনগণকে কেউ ঠেকাতে পারবে না। সমাবেশ বানচাল করতে সরকার পরোক্ষভাবে হরতাল ডাকছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আমরা সরকার পতনের আন্দোলনে নেমেছি। মুক্তিযুদ্ধের সময় মানুষকে দেশ রক্ষায় ঠেকানো যায়নি। এ যুদ্ধেও সরকারের কোনো কৌশলই জনসমাবেশে মানুষ আসা আটকাতে পারবে না। আপনারা তা দেখতে পারবেন।
বরিশাল মহানগর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেত্রী আফরোজা খানম নাসরিন বলেন, মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি।
চুল ও দাড়ি কে'টে ভারতে পালালেন কুমিল্লার স্যাডো বাহার
এমপি বাহার ও তার মেয়ে সূচির গন.. বিস্তারিত
কুমিল্লায় বিনা খরচে বাইক চালানোর প্রশিক্ষণ পেল শতাধিক তরুণ-তরুণী
শরীফ খানঃ কুমিল্লা নগরীতে রানা.. বিস্তারিত
দাউদকান্দির দশপাড়ায় খন্দকার মোশতাকের ভাতিজা ও নাতনির বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
খন্দকার মোস্তাকের দুই বংশধর খন.. বিস্তারিত
জাবিতে আন্দোলনকারীদের উপর পুলিশের গুলি, সাংবাদিকসহ আহত শতাধিক
এএসপি আব্দুল্লাহিল কাফি মাইকে.. বিস্তারিত
শিক্ষার্থী হত্যা মামলার আসামীকে চাকরি দিচ্ছে কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি.. বিস্তারিত
নতুন নির্বাচন কমিশন গঠন, ২৬ সালের মার্চে জাতীয় নির্বাচন
২০২৬ সালে অনুষ্ঠিত হবে জাতীয় স.. বিস্তারিত
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর পুনরায় আমির নির্বাচিত হলেন অধ্যাপক মতিন সেক্রেটারি শহীদ
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ই.. বিস্তারিত
কুমিল্লায় এইচআর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু
. নিঝুমকে একাধিকবার কল দিলে ত.. বিস্তারিত
কুমিল্লায় মাদরাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতির.. বিস্তারিত
আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকা করিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
তৌফিকা করিম আনিসুল হকের মালিকা.. বিস্তারিত