শিরোনাম

প্রকাশঃ Thu, Oct 27, 2022 9:30 PM
আপডেটঃ Sat, Nov 23, 2024 12:17 PM


ভালুকায় চিনি মজুদ রাখায় ২ ব্যাবসায়ীকে ১লাখ টাকা জরিমানা

ভালুকায় চিনি মজুদ রাখায় ২ ব্যাবসায়ীকে ১লাখ টাকা জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-বাজারে চিনি বিক্রি না করে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বৃহস্পতিবার বিকেলে ভালুকা বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই  জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট হাসান আবদুল্লাহ আল মাহমুদ।


আদালত সূত্রে জানা গেছে, এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা বাজারের চিনির দোকানে হানা দেয় ভ্রাম্যমান আদালতের একটি টিম। বাজারে চিনি বিক্রি না করে মজুদ রাখায় ভাই ভাই স্টোরের মালিক কালীপদ বণিক ও বাদল স্টোরের মালিক বাদল বণিককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা আদায় করে ভ্রাম্যমান আদালত।



আজকের এই অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে সহযোগিতা করেন, এনএসআই ভালুকার দায়িত্বপ্রাপ্ত  সহকারী পরিচালক আতাউর রহমান ও ভালুকা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফিজুর রহমানের নেতৃতে পুলিশের কয়েকজন সদস্য।


হাসান আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ভালুকা বাজাররের প্রায় সব চিনি ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। খুচরা দুই চিনি বিক্রেতার দোকানে অতিরিক্ত চিনি মুজুদ থাকায় তাদেরকে ৫০ হাজার করে মোট একলাখ টাকা জমিরামা করা হয়েছে। এ ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।



www.a2sys.co

আরো পড়ুন