ঢাকা | বঙ্গাব্দ

৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে ১৩৪ রানে খুলনাকে হারালো কুমিল্লা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 23, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
আকাশ টিভি ডেস্কঃ
কক্সবাজারে অনুষ্ঠিত ৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে কুমিল্লা জেলা দল ১৩৪ রানে খুলনা জেলা দলকে পরাজিত করেছে।
মঙ্গলবার টসে জিতে খুলনা প্রথমে ব্যাট করতে পাঠায় কুমিল্লা জেলা দলকে। ১০ উইকেটে ২৮২ রান করে কুমিল্লা। কুমিল্লার ইরফান সর্বোচ্চ ১১৪রান (নট আউট) করে। জবাবে ব্যাট করতে নেমে খুলনা জেলা ১৪৮ রানে অলআউট হয়ে যায়।
কুমিল্লা জেলা দলের স্কোর- কুমিল্লা ২৮২ /১০। ইরফান ১১৪ নট আউট,রুবেল মিয়া ২৭,সাইফুল ৩০,আবুবকর ৪৫,ইয়াসিন আরাফাত ২৬,ইরাসির আরাফাত ১৮ নট আউট। কুমিল্লার পক্ষে রোহান ৩২/৪,সবুজ ৩৬/৩, ইয়াসির আরাফাত ৩৫/২,সায়মন ১৪/১ উইকেট দখল করেন।
খুলনা- সব উইকেট হারিয়ে ১৪৮রান। দলের সিয়াম ৫২ এবং রিয়াজুল ৬০ রান করেন। খুলনার সুজাত ৩৩/৩, তানভির ৮৭/৪ উইকেট নেন।
কুমিল্লা জেলা ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে সাবেক ফার্স্ট ক্লাস ক্রিকেটার ফখরুল আলম উল্লাস এবং কোচ হিসেবে সাবেক ক্রিকেটার মানিক কুমার দাস কুমিল্লা জেলা দলের সাফল্য অব্যাহত রাখতে সবার দোয়া চেয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স