ঢাকা | বঙ্গাব্দ

বাড়ির প্রবেশের সাঁকো নিয়ে দ্বন্দ্ব,আওয়ামীলীগের হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2025 ইং
আহত ঝর্না আক্তার ও ভাঙচুরকৃত বাড়ি ছবির ক্যাপশন: আহত ঝর্না আক্তার ও ভাঙচুরকৃত বাড়ি
ad728
বরুড়া প্রতিনিধিঃ
বাড়িতে প্রবেশের সাঁকো মেরামত করতে গিয়ে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোতালেব পরিবারের দুই দফা হামলায় বাড়িঘর ভাংচুর এবং এক গৃহিণী আহত হয়েছে।

গত বৃহস্পতিবার কুমিল্লা জেলা বরুড়া উপজেলার ১৩ নং আদ্রা ইউনিয়ন পেরপেটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, পেরপেটি দক্ষিণ পাড়া মিয়াজি বাড়িতে বসবাস করে ১৭-১৮ টি পরিবার। তারা যাতায়াত করে বাঁশের তৈরি সাঁকোর মাধ্যমে। যাতায়াতের সাঁকো নিমার্ণ করতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হচ্ছে পারভেজের পরিবার। আওয়ামী লীগের আমলেও দুইবার হামলা শিকার হয়েও বিচার পায়নি ভুক্তভোগী  পারভেজের পরিবার। গতকাল সাঁকো মেরামত করতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোতালেবের পরিবারের নিকট দুই দফায় হামলার শিকার হয়েছে তারা।  এতে করে পারভেজের স্ত্রী ঝর্ণা আক্তার মোতালেবের ছোট ছেলে রিমনের দা'য়ের কোপে জখম হয়। পারভেজের পুরো পরিবারকে গুম করার হুমকিও দিয়ে আসে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোতালেবের পরিবার।

হামলার শিকার পারভেজ আলম বলেন, এ বাঁশের সাঁকো দিয়ে বাড়ির সকল মানুষ যাতায়াত করে। সাঁকোটি ভেঙে যাওয়ায় আমি আমার পরিবারকে সাথে নিয়ে তা মেরামত করি। এতে বাধা দেয় মোতালেবের পরিবার। আমরা বাধা না শুনে সাঁকোটি মেরামত করতে গেলে দা দিয়ে কোপাতে আসে মোতালেবের পারিবার। বিকেলে আবার আমাদের বাড়িতে এসে মোতালেব এবং তার দুই ছেলে আমাদের উপর হামলা চালায় এতে করে তার ছোট ছেলে রিমনের দায়ের কোপে আমার স্ত্রী ঝর্ণা আহত হয়। যাওয়ার সময় তারা আমার পুরো পারিবারিককে গুম করার হুমকিও প্রদান করে।প্রাণের ভয়ে থানায় গিয়ে অভিযোগ দিয়ে আসি। আওয়ামী লীগের সময়ে আমাদের উপর দুই বার হামলা চালায় তারা। ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হওয়ায় তখন বিচার পাইনি কারো নিকটে। 

ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মোতালেব বলেন, আমার ছেলেও এখানে মার খেয়েছে। তারা আমার প্রতিবেশী। আগামীকাল সামাজিকভাবে আমরা বসবো।তারা আমার জায়গায় দিয়ে হাটবে এটা কোন সমস্যা না। আমরা নিজেরা বসে সমাধান করে নিবো।

বরুড়া থানার অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক বলেন, মারামারির বিষয়ে পারভেজ আলম অভিযোগ করে গিয়েছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থ গ্রহন করবো।

নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স