চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।।
এখনই সময় বদলে যাওয়ার” এই স্লোগান কে সামনে রেখে চান্দিনায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল "ChandinaMail"।
বুধবার (২৬ মার্চ) চান্দিনার একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে নিউজ পোর্টালটির উদ্বোধন করা হয়।
ChandinaMail বার্তা সম্পাদক আবু সাঈদ-এর সঞ্চালনায় ও সম্পাদক মাহবুবুর রহমান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার মোস্তফা শাকেরুল্লাহ, চান্দিনা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মো: আব্দুর রহমান সরকার, এডভোকেট আবু নোমান সরকার, কুমিল্লা আইনজীবি সমিতির ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট ওবায়দুল্লাহ সরকার, দৈনিক কালেরকন্ঠের চান্দিনা প্রতিনিধি ও কুমিল্লার কাগজের বিশেষ প্রতিনিধি রনবীর ঘোষ কিংকর, দৈনিক সংবাদ ও আমাদের কুমিল্লার চান্দিনা প্রতিনিধি সহকারী অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ, দৈনিক বায়ান্ন এর চান্দিনা প্রতিনিধি কাজী রাশেদ, দৈনিক কালবেলার প্রতিনিধি আকিবুল ইসলাম হারেস, চান্দিনা জিনিয়াস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, ইনসাফ কমিউনিটি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মহিউদ্দিন মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার সদস্য সচিব আবু হানিফ, মূখ্য সংগঠক সিয়াম মুন্সি, সদস্য আবু হানিফ, যুবদল নেতা ফরহাদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি মিজানুর রহমান, সামিরা সুলতানা।
এছাড়াও অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুবুল আলম দোলন, দৈনিক যুগান্তর চান্দিনা প্রতিনিধি আব্দুল বাতেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূঁইয়া তুহিন, আজকের কুমিল্লা প্রতিনিধি শরিফুল ইসলাম, কুমিল্লা নিউজের নির্বাহী সম্পাদক আব্বাস আলী সহ শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই নিউজ পোর্টালটি সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখবে। ChandinaMail চান্দিনার জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করবে এবং সংবাদের মাধ্যমে সমাজের নানা সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরবে।
সঠিক তথ্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পোর্টালটি মানুষের আস্থা অর্জন করবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ন্যায়বিচার, স্বচ্ছতা ও সত্যনিষ্ঠতা বজায় রাখার আশা ব্যক্ত করেন তারা।