আকাশ টিভি ডেস্কঃ
কুমিল্লার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ৩৩ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করেছে।
শুক্রবার (২১ মার্চ) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোষ্ট এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শ্রীপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার ১ লক্ষ ৬৫ হাজার ২০০ পিস বাজি আটক করা হয়। যার মূল্য- ৩৩ লক্ষ ৪ হাজার টাকা।
উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মীর আলী এজাজ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Reporter