ঢাকা | বঙ্গাব্দ

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ছাত্রশিবির কুমিল্লা মহানগরের ইফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রবিবার বিকেলে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতারের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর। ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদের সভাপতিত্বে ও ছাত্রশিবির কুমিল্লা মহানগরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলর কুমিল্লা মহানগরের নেতৃবৃন্দ। 


নেতৃবৃন্দ বলেন, যেভাবে চব্বিশের আন্দোলনে আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সেভাবে একটি সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 


ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ বলেন, এদেশে বৈষম্যের বিরুদ্ধে ছাত্ররা লড়াই করে দেশ স্বাধীন করলেও আজও সমাজ থেকে বৈষম্য দূর হয় নি। সুতরাং এখনো আমাদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আর এ লড়াইয়ে সকলে ঐক্যবদ্ধ থাকার বিকল্প আর কিছু নেই।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স